টানা তৃতীয়বারের মতো এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে বাংলাদেশে। আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি ১৩তম এই টুর্নামেন্টের আসর শুরু হয়ে চলবে আগামী ৬ মার্চ পর্যন্ত।
আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই ২০১৬ সালে এশিয়া কাপ ক্রিকেট আয়োজনে অপরাগতা জানিয়েছে ভারত। এই কারণে আজ বুধবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় বাংলাদেশকে এশিয়া কাপের ১৩তম আসরেরও আয়োজক নির্ধারণ করা হয়।
অবশ্য এই আসরের আয়োজক হতে চেয়েছিল সংযুক্ত আরব আমিরাতও। কিন্তু টানা দুটি আসর সফলভাবে আয়োজন করায় বাংলাদেশকে এই আসরেরও আয়োজক করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এবারের এশিয়া কাপ হবে ভিন্ন ফরম্যাটে। আগে ওয়ানডে টুর্নামেন্ট হলেও। এবার হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আর সেটা অনুষ্ঠিত হবে ২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত।
এশিয়া কাপে এবার দলের সংখ্যা বাড়ছে। চার টেস্ট প্লেয়িং দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে রয়েছে এশিয়ার দুই সহযোগী দেশও।
বিডি-প্রতিদিন/২৮ অক্টোবর, ২০১৫/মাহবুব