কথায় আছে, গুরু যেমন তার শিষ্যও ঠিক তেমন হবে অর্থাৎ তাই অল্প সময়ের জন্য হলেও একজন ভালো গুরুর সাহচর্য অনেক কিছুই বদলে দিতে পারে। ঠিক তেমনি একটি দলের সাফল্যের ক্ষেত্রে বড় অবদান রাখেন একজন কোচ।
আগামী মাসে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর তৃতীয় আসর। স্বল্প সময়ের জন্য হলেও এই আসরে অংশ নেওয়া ছয়টি দলই একজন করে কোচ নিয়োগ দিয়েছে। এদের মধ্যে চারজন বিদেশি এবং দু’জন দেশি কোচ।
বিপিএলের তৃতীয় আসরে কোচদের মধ্যে সবচেয়ে আলোচিত দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সাবেক কোচ মিকি আর্থার। তিনি ঢাকা ডাইনামাইটসের কোচ হয়েছেন। বরিশালের কোচ হয়েছেন ব্রাজিলিয়ান বংশোদ্ভুত দক্ষিণ আফ্রিকার প্রথম শ্রেণির ক্রিকেট কোচিং অভিজ্ঞতাসম্পন্ন গ্রাহাম ফোর্ড। চিটাগং ভাইকিংসের কোচ হয়েছেন ভারতের রবিন সিং। আর রংপুর রাইডার্স কোচ হিসেবে বাংলাদেশ দলের প্রাক্তন কোচ শেন জার্গেনসেনের নাম ঘোষণা করেছে।
এই চারটি দল বিদেশি কোচ নিলেও কুমিল্লা ভিক্টোরিয়ানস ও সিলেট সুপার স্টারস দেশি কোচের ওপরই আস্থা রেখেছে। কুমিল্লার কোচ হয়েছেন মোহাম্মদ সালাহউদ্দিন। আর সিলেটের কোচ হয়েছেন সারোয়ার ইমরান।
কে কোন দলের কোচ :
দল কোচ
ঢাকা ডাইনামাইটস মিকি আর্থার
চিটাগং ভাইকিংস রবিন সিং
রংপুর রাইডার্স শেন জার্গেনসেন
বরিশাল বুলস গ্রাহাম ফোর্ড
কুমিল্লা ভিক্টোরিয়ানস মোহাম্মদ সালাহউদ্দিন
সিলেট সুপার স্টারস সারোয়ার ইমরান।
বিডি-প্রতিদিন/২৮ অক্টোবর, ২০১৫/মাহবুব