নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুড়ে দেশ হিসেবে জিম্বাবুয়েকে ওডিআই ও টি-২০ উভয় ফরম্যাটেই সম্প্রতি সিরিজ জিতেছে নবাগত আফগানিস্তান। অাইসিসির সহযোগী দেশ হিসেবে এই প্রথম এই সাফল্য পেয়েছে দেশটি। তাই জিম্বাবুয়ে সফর দেশে ফিরে প্রশংসায় ভাসাটা আফগানদের জন্য প্রত্যািশিতই ছিল। হয়েছেও তেমনটিই। গতকাল শুক্রবার দেশে ফিরলে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে মানুষের ঢল নামে। আফগান ক্রিকেটারদের এক নজর দেখতে ও সম্মান জানাতে তাদের এই ঢল। ঐতিহ্যবাহী আত্তান ফোক ড্যান্সের সঙ্গে তাদেরকে বরণ করে নেয়া হয়।
আফগান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাসিমুল্লাহ দানিশ আসঘার স্তানিকজাইয়ের নেতৃত্বের দল নিয়ে গর্বিত। বলেন, 'আমাদের জাতির জন্য এটা স্মরণীয় জয়। তোমরা বিশ্বকে দেখিয়েছ যে দুনিয়ার বড় দলগুলোর চেয়ে আমরা কোনো অংশে কম নই।
উল্লেখ্য, জিম্বাবুয়ের বিপক্ষে চলতি মাসে ৫ ম্যাচ ওডিআই সিরিজ ৩-২ এ এবং ২ ম্যাচ টি-২০ সিরিজ ২-০ তে জিতে আফগানরা।
বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর ২০১৫/শরীফ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        