ধারণা করা হয়েছিল ২০১৫ সালের ফিফার বর্ষসেরা গোলের পুরস্কারটাও মেসির ঘরেই উঠবে। কিন্তু, মেসি, নেইমার, রোনালদো- কেউ পেল না, সেরা গোলের পুরস্কারটি ছিনিয়ে নিল ব্রাজিলের ওয়েনডেল লিরা।
সোমবার রাতে সুইজারল্যান্ডের জুরিখে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ব্রাজিলের স্ট্রাইকার লিরার হাতে 'ফিফা পুসকাস অ্যাওয়ার্ড' তুলে দেওয়া হয়। পুরস্কারটি পেয়ে চোখে পানি ধরে রাখতে পারেননি এ ফুটবলার। বারবার তাকে হাত দিয়ে পানি মুছতে দেখা গেছে।
ব্রাজিলের ঘরোয়া লিগের দল গোইয়ানোর হয়ে আতলেতিকো গো গোইয়ানেসিয়ার বিপক্ষে করা গোলটির জন্য পুরস্কারটি জেতেন ওয়েনডেল লিরা। ওই ম্যাচ অসাধারণ এক বাইসাইকেল কিকে লক্ষ্যভেদ করেন তিনি।
তিন জনের সংক্ষিপ্ত তালিকায় আর ছিল বার্সেলোনার লিওনেল মেসি ও ইতালির দল এএস রোমার আলেস্সান্দ্রো ফ্লোরেন্তসির দুটি গোল।
বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ