এলটন চিগুম্বুরার নেতৃত্বে খুলনায় পৌঁছেছেন জিম্বাবুয়ে ক্রিকেট দল। যশোর বিমান বন্দর থেকে সড়ক পথে মঙ্গলবার বিকেল ৫টায় খুলনা মহানগরীর সিটি ইন হোটেলে পৗঁছান তারা।
জিম্বাবুয়ে ক্রিকেট দল খুলনায় আসছে-এমন সংবাদে দুপুর থেকে নগরীর মজিদ স্মরণী ও হোটেল সিটি ইনের সামনে ভিড় জমান ক্রিকেট প্রেমীরা।
গত শুক্রবার থেকে ৪টি টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল খুলনায় অবস্থান করছেন।
আগামী ১৫ জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে স্প্রিং বকরা। এরপর ১৭, ২০ ও ২২ জানুয়ারি দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।
এদিকে টি-টোয়েন্টি ম্যাচ নির্বিঘ্ন করতে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে মজিদ সরণীর হোটেল সিটি ইন থেকে শিববাড়ী মোড় হয়ে নিউমার্কেট, জোড়াগেট, নুরনগর, বয়রা কলেজ মোড় ও বৈকালী হয়ে ষ্টেডিয়াম পর্যন্ত আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর ২ হাজার সদস্য দায়িত্ব পালন করবে। এর মধ্যে পোশাকধারী পুলিশ, গোয়েন্দা পুলিশ, নগর বিশেষ শাখার সদস্য, সাদা পোশাকধারী পুলিশ, দুই প্লাটুন বিজিবি এবং র্যাব সদসরা থাকবেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার (সিটিএসবি) শেখ মনিরুজ্জামান মিঠু এসব তথ্য জানান।
বিডি-প্রতিদিন/ ১২ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন