১২ জানুয়ারি, ২০১৬ ২২:৫৪

হতাশ নেইমার!

অনলাইন ডেস্ক

হতাশ নেইমার!

নেইমার ২০১৫ সালে ৬২টি প্রতিযোগিতামূলক ম্যাচে অংশ নিয়ে গোল করেছেন ৪৫টি। এছাড়া আরো ১৩টি গোলে তার প্রত্যক্ষ অবদান ছিল। ওই বছর বার্সেলোনার হয়ে পাঁচটি ট্রফি জিতেছেন। এর মধ্যে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে দুর্দান্ত একটি গোলও করেন তিনি।

ফল হিসেবে পান লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে প্রথমবারের মতো ফিফা ব্যালন ডি’অরের তালিকায় সেরা তিনে জায়গা পান নেইমার। তবুও খুশি নন ব্রাজিল অধিনায়ক। মাত্র ৭.৮৬ শতাংশ ভোট নিয়ে তালিকায় নিজেকে তৃতীয় স্থানে দেখে তার কণ্ঠে ঝড়ছে হতাশার সুর। নিজেকে দ্বিতীয় স্থানে দেখতে চেয়েছিলেন নেইমার।

এদিকে ৪১.৩৩ শতাংশ ভোট পেয়ে বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছেন বার্সেলোনা সুপারস্টার  লিওনেল মেসি। দ্বিতীয় স্থান অধিকারী রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো পেয়েছেন ২৭.৭৬ শতাংশ ভোট।

পুরস্কার বিরতণী শেষে সাংবাদিকদের মুখোমখি হন নেইমার। সেখানে তাকে প্রশ্ন করা হয়, ব্যালন ডি’অরের তালিকায় তৃতীয় স্থানে নিজের নাম দেখে কেমন লাগছে? নেইমারের হতাশাপূর্ণ উত্তর, ‘আমি প্রত্যাশা করেছিলাম দ্বিতীয় স্থানে থাকব। সত্যি বলতে কী, এর চেয়ে ভালো অবস্থানে যেতে আমাকে  আরো বেশি পরিশ্রমী হতে হবে।’

বিডি-প্রতিদিন/ ১২ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর