ম্যাচ ফিক্সিংয়ের অপরাধে দণ্ড কাটিয়ে সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। ইতিমধ্যে নিউজিল্যান্ড সফরের তিন ফরম্যাটের ক্রিকেটে জায়গা করে নিয়েছেন বিপিএলে নজরকাড়া এই তরুণ পেসার।
এদিকে, নিষেধাজ্ঞা কাটিয়ে সদ্য ক্রিকেটে ফিরেছেন পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক সালমান বাট। তবে তার ব্যাটিং দেখে বোঝার উপায় নেই যে, দীর্ঘ পাঁচ বছর তিনি মাঠের বাইরে ছিলেন। পাকিস্তান জাতীয় লিগের মধ্যদিয়ে বাট তার ক্যারিয়ারের ‘নতুন’ ইনিংস শুরু করেছেন সাবেক এই তারকা ওপেনার। দীর্ঘ দিন পর মাঠে ফিরেই রবিবার প্রথম ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান বাট। এরপর মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে খেললেন ৯৯ রানের হার না মানা ইনিংস।
এদিন বাট ২১৯ মিনিট ক্রিজে থেকে ১৪৪ বল মোকাবেলায় ৯৯ রান সংগ্রহ করেন। তার ইনিংসে ৭টি চারের মার রয়েছে।
এদিকে, পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমান পাকিস্তান দলের অন্যতম সেরা তারকা শোয়েব মালিক নামের এক ফেসবুক পেজে সালমান বাটের প্রশংসা করে তাকে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। সেখানে লেখা আছে, 'ওয়ান্ট হিম ব্যাক'।
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৬/মাহবুব