সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে জোহানেসবার্গে আজ থেকে শুরু হওয়া তৃতীয় টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই টেস্টে স্বাগতিকদের নেতৃত্ব দিচ্ছেন এবি ডি ভিলিয়ার্স।
চার ম্যাচ টেস্ট সিরিজে সফরকারী ইংল্যান্ড এখন ১-০ তে এগিয়ে আছে। কেপটাউনে অনুষ্ঠিত হাইস্কোরিং দ্বিতীয় টেস্ট ড্র হয়। এর আগে ডারবানে অনুষ্ঠিত প্রথম টেস্টে সফরকারীরা ২৪১ রানের বড় জয় পায়।
বিডি-প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৬/শরীফ