১৪ জানুয়ারি, ২০১৬ ২০:৩৯

মেসি-রোনালদো একই ক্লাবে!

অনলাইন ডেস্ক

মেসি-রোনালদো একই ক্লাবে!

সাম্প্রতিক সময়ে বিশ্ব ফুটবলে সবচেয়ে আলোচিত নাম আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। দু'জনই স্পেনের চির প্রতিদ্বন্দ্বী দুই ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা। মাঠে নামলে একজন যেমন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, তেমনি পুরস্কার ও স্বীকৃতির ক্ষেত্রেও। সেই দুই ‘চিরশত্রু’ একই ক্লাবে খেলবেন এটা কি ভাবা যায়। অবিশ্বাস্য হলেও কোনো কিছুই অসম্ভব নয় বলেই জানালেন ফ্রান্স জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই’র ব্রাজিলিয়ার ডিফেন্ডার থিয়াগো সিলভা।

ফ্রান্সের ক্লাবটি তারকা ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচকে দলে নিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসে। ইতিমধ্যে ইব্রাহিমোভিচ তার চুক্তির মেয়াদ বাড়িয়েছে। এখন আরও বড় তারকাকে দলে ভেড়ানোর পরিকল্পনা নিয়েছে ক্লাবটি। সে ক্ষেত্রে ক্লাবটিতে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে দেখা যেতে পারে বলে জানিয়েছেন সিলভা।

সিলভা বলেছেন, মেসি কি পিএসজিতে আসছে? আমি মনে করি, কেন না? সবকিছুই সম্ভব। আর ক্রিশ্চিয়ানো রোনালদো? সে ব্যতিক্রমী ফুটবলার, আশা করছি পিএসজিকে রিয়ালের মতোই ব্যতিক্রমী ক্লাব বানাতে সে এখানে যোগ দিয়ে আমাদের সহযোগিতা করবে।’

মেসিকে ছাড়া বার্সেলোনার পক্ষে সহজ হবে জানিয়ে সাবেক ব্রাজিল অধিনায়ক বলেছেন, নেইমারকে পাওয়া কঠিন হবে। কারণ, আমার মনে হয় না বার্সেলোনা তাকে ছাড়বে।’

মেসি, নেইমার ও রোনালদো প্রত্যেকের সঙ্গেই তাদের ক্লাবের ২০১৮ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে।

বিডি-প্রতিদিন/১৪ জানুয়ারি, ২০১৫/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর