অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড়কে দলে ভেড়ানোর কারণে স্প্যানিশ দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। সদ্য আরোপিত এই নিষেধাজ্ঞার ফলে আগামী দুই ট্রান্সফার মৌসুমে কোনো খেলোয়াড়কে দলে ভেড়াতে পারবে না তারা।
এর আগে, বার্সেলোনাকে একই অপরাধের জন্য টানা দুই ট্রান্সফার উইনডো নিষিদ্ধ করেছিল ফিফা। এর ফলে ২০১৫ সালের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইনডোর আগ পর্যন্ত কোনো খেলোয়াড় দলে ভেড়াতে পারেনি কাতালান ক্লাবটি।
এদিকে, নিষেধাজ্ঞার পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয়েছে মাদ্রিদের দুই ক্লাবকে। ৬ লাখ ২০ হাজার পাউন্ড জরিমানা দিতে হবে ক্রিশ্চিয়ানোর রোনালদোর রিয়ালকে। আর অ্যাটলেটিকো মাদ্রিদকে গুনতে হবে আড়াই লাখ পাউন্ড। মাদ্রিদের সেরা এই দুই ক্লাবের নিষেধাজ্ঞা ইউরোপের অন্য ক্লাবের খেলোয়াড়দের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে পারে।
বিডি-প্রতিদিন/১৪ জানুয়ারি, ২০১৫/মাহবুব