ব্রিসবেনে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওডিআইতে ওপেনার রোহিত শর্মার সেঞ্চুরিতে বড় রানের পথে এগুচ্ছে সফরকারী ভারত। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটা রোহিতের দশম সেঞ্চুরি। ব্রিসবেনে টসে জিতে প্রথমে ব্যাট করছে সফরকারীরা। শেষ খবর পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৩৯ ওভার শেষে ২২২ রান সংগ্রহ করেছে তারা।। ওপেনার রোহিত শর্মা ১১৪ রান ও অাজিঙ্কা রাহানে ৩৯ রান নিয়ে ক্রিজে আছেন। আরেক ওপেনার শিখর ধাওয়ান ৬ রান করে প্যারিসের বলে অাউট হয়ে সাজঘরে ফিরেন। মাত্র ৯ রানেই ভারত তাদের প্রথম উইকেট হারায়।
উল্লেখ্য, পার্থে অনুষ্ঠিত প্রথম ওডিঅাইতে ৫ উইকেটের জয় পেয়ে পাঁচ ম্যাচ সিরিজে স্বাগতিকরা এখন ১-০ তে এগিয়ে অাছে।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি ২০১৬/শরীফ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        