অনিয়মের অভিযোগে আগামী দুই উইন্ডোতে খেলোয়াড় রদবদলে ওপর স্প্যানিশ দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। তবে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে দু'দলই আপিল করবে।
রিয়াল মাদ্রিদ একটি বিবৃতিতে বলেছেন, আমরা অবশ্যই ফিফার এই সিদ্ধান্তের বিষয়ে আপিল করবো। এটি মোটেও গ্রহণযোগ্য নয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রিয়াল কোচ জিনেদিন জিদান।
এদিকে, লস ব্ল্যাঙ্কসের নগর প্রতিদ্বন্দী অ্যাটলেটিকো মাদ্রিদও নিষেধাজ্হার বিপরীতে আপিলের বিষয়টি নিশ্চিত করেছে।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৬/মাহবুব