ক্রিকেটের সংক্ষিপ্ততম কিন্তু জনপ্রিয় ফরমেট হলো টি-টোয়েন্টি। বৃহস্পতিবার এই ফরমেটের ক্রিকেটে অভিষেক হলো আরো দুই টাইগারের। তারা হলেন শুভাগত হোম ও নুরুল হাসান।
যদিও শুভাগত হোম টেস্ট ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আগেই নাম লিখিয়েছেন। তবে টি-টোয়েন্টিতে খেলা হয়নি। অন্যদিকে, টি-টোয়েন্টির মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো নুরুল হাসানের।
সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ালটন টি-টোয়েন্টি চার ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে তাদের অভিষেক হয়।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৬/মাহবুব