জোহানেসবার্গ টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ৩১৩ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২৩৮ রান সংগ্রহ করেছে। ফলে স্বাগতিকদের চেয়ে এখনো তারা ৭৫ রানে পিছিয়ে আছে। অবশ্য তাদের হাতে রয়েছে এখনো ৫টি উইকেট। জো রুট ১০৬ রান ও জনি বেইরস্টো ৪ রানে ক্রিজে ছিলেন। টেস্ট ক্রিকেটে এটা জো রুটের ৮ম সেঞ্চুরি। এর আগে জোহানেসবার্গে চলমান তৃতীয় টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। ডিন এলগার দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন। এই টেস্টে স্বাগতিকদের নেতৃত্ব দিচ্ছেন এবি ডি ভিলিয়ার্স।
চার ম্যাচ টেস্ট সিরিজে সফরকারী ইংল্যান্ড এখন ১-০ তে এগিয়ে আছে। কেপটাউনে অনুষ্ঠিত হাইস্কোরিং দ্বিতীয় টেস্ট ড্র হয়। এর আগে ডারবানে অনুষ্ঠিত প্রথম টেস্টে সফরকারীরা ২৪১ রানের বড় জয় পায়।
বিডি-প্রতিদিন/১৬ জানুয়ারি ২০১৬/শরীফ