ডাব্লিউটিএ সিডনি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের নারীদের দ্বৈতের শিরোপা জিতেছেন ইন্দো-সুইস জুটি সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস। শীর্ষ বাছাই এ জুটি ফরাসি তৃতীয় বাছাই ক্যারোলিন গার্সিয়া ও ক্রিস্টিনা ম্লাদেনোভিচকে হারিয়ে এ শিরোপা জিতেন। সানিয়া-হিঙ্গিস জুটির এটা টানা ৩০ ম্যাচে জয় ও চলতি বছরের এটা দ্বিতীয় জয়। এর আগে সেমিফাইনালে জয়ের মধ্য দিয়েই টানা ২৯ ম্যাচ জিতে দীর্ঘ ২২ বছরের রেকর্ড ভাঙের তারা। খবর অাইএএনএস'র
পুয়ের্তো রিকোর জিজি ফার্নান্দেজ ও বেলারুশের নাতাশা জেভেরেভা জুটি নারীদের দ্বৈতে টানা ২৮ ম্যাচ জিতে ১৯৯৪ সালে রেকর্ডটি গড়েছিলেন। গতকাল-ই এই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন সানিয়া-হিঙ্গিস জুটি। আর আজ দীর্ঘ ২২ বছর পর এ রেকর্ড ভাঙলেন এ ইন্দো-সু্ইস জুটি।
গত বছর চমৎকার পারফর্ম করে নারী দ্বৈতের শীর্ষে উঠে আসেন সানিয়া ও হিঙ্গিস জুটি। ২০১৫ সালে এই জুটি ৯টি শিরোপা জিতেন। এর মধ্যে রয়েছে উইম্বলডন, ইউএস ওপেন এবং বছর সমাপ্তির ডাব্লিউটিএ ফাইনালস।
বিডি-প্রতিদিন/১৬ জানুয়ারি ২০১৬/শরীফ