সোমবার খুলনায় হোটেল সিটি ইন-এ জাতীয় দলের অধিনায়ক (টি-টোয়েন্টি ও ওয়ানডে) মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে লেখা বই 'মাশরাফি'র মোড়ক উন্মোচন করা হয়। বইটি লিখেছেন দেবব্রত মুখোপাধ্যায়। অনুষ্ঠানে ছিল প্রশ্নোত্তর পর্ব। সাংবাদিকদের পাশাপাশি অধিনায়ককে প্রশ্নবানে জর্জরিত করেন সতীর্থরা। তবে বেশ চতুরতার সঙ্গে সেসব প্রশ্ন সামলেছেন নড়াইল এক্সপ্রেস।
প্রশ্নোত্তরের এক পর্যায়ে তাসকিন আহমেদ মাশরাফিকে জিজ্ঞেস করেন, 'আপনি এই জায়গায় আসবেন, এটা কি শুরু থেকে জানতেন?' এমন প্রশ্ন শুনে মাশরাফি হেসে তাসকিনকে উত্তর করেন, 'হিরো তোকে নিয়ে আরও বড় বই লেখা হবে।'
মাশরাফির উত্তর শুনে একটু বোধহয় লজ্জাই পেলেন তাসকিন। তবে গুরুর মুখে এমন প্রশংসায় মনে মনে যে ভীষণ উজ্জীবিত হয়েছেন তা তাকে দেখেই বোঝা গেল।
তাসকিনের পর মাশরাফির কাছে প্রশ্ন রাখেন জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়েন। ''এমন ইনজুরি সত্ত্বেও কিভাবে খেলে যাচ্ছেন?'' জবাবে মাশরাফি প্রায় ১০ মিনিট সময় নিয়ে তার ক্যারিয়ারের ইনজুরির চিত্র তুলে ধরেন।
বিডি-প্রতিদিন/১৮ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ