সফরকারী ভারতের বিপক্ষে সিডনিতে পঞ্চম ও শেষ ওডিআইতে টসে হেরে ব্যাট করছে অস্ট্রেলিয়া। শেষ খবর পর্যন্ত অজিরা ১৬.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৬ রান করেছে। অ্যারন ফিনচ ৬ রান, স্টিভেন স্মিথ ২৮ রান ও বেইলি ৬ রান করে সাজঘরে ফিরেন।
উল্লেখ্য, পাঁচ ম্যাচ ওডিআই সিরিজটি অজিরা ইতোমধ্যে ৪-০ তে জিতে নিয়েছে।
বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি ২০১৬/শরীফ