সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিয়নে চলমান চতুর্থ ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকা প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৩২৯ রান সংগ্রহ করেছে। ডেব্যুটান্ট স্টিভেন কুক ও হাশিম আমলার সেঞ্চুরির উপর ভর করে এ রান তুলতে সক্ষম হয় তারা। কুক ১১৫ রান ও আমলা ১০৯ রান করেন। প্রথম দিন শেষে কুইন্টন ডে কক ২৫ রান ও টেম্বা বাভুমা ৩২ রান নিয়ে ক্রিজে ছিলেন। সফরকারীদের হয়ে মঈন আলী ২টি, স্টুয়ার্ট ব্রড, ওকস ও স্টোকস ১টি করে উইকেট নিয়েছেন।
উল্লেখ্য, চার ম্যাচ টেস্ট সিরিজে সফরকারী ইংল্যান্ড এখন ২-০ তে এগিয়ে আছে। একটি টেস্ট ড্র হয়। ফলে ইতোমধ্যে সফরকারীরা সিরিজটি জিতে নিয়েছে।
বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি ২০১৬/শরীফ