সফরকারী ভারতের বিপক্ষে সিডনিতে পঞ্চম ও শেষ ওডিআইতে সেঞ্চুরি পেয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে ৬৮ ম্যাচে এটা তার পঞ্চম সেঞ্চুরি। ১০০ বলে ৭টি ও ২টি ছক্কার বিনিময়ে এ সেঞ্চুরি করেন ওয়ার্নার। এর আগে ক্যানবেরায় অনুষ্ঠিত চতুর্থ ওডিআইতে তিনি ৯৩ রান করেন।
সিডনিতে টসে হেরে প্রথমে ব্যাট করছে অস্ট্রেলিয়া। শেষ খবর পর্যন্ত অজিরা ৩৫.৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২০৮ রান করেছে। এর মধ্যে অ্যারন ফিনচ ৬ রান, স্টিভেন স্মিথ ২৮ রান ও বেইলি ৬ রান করে সাজঘরে ফিরেন। ফলে অজিদেরকে টেনে তুলেন মূলত ওয়ার্নার। তাকে যোগ্য সঙ্গ দেন মিশেল মার্শ। মার্শ ৪৬ রান নিয়ে ব্যাট করছেন।
উল্লেখ্য, পাঁচ ম্যাচ ওডিআই সিরিজটি অজিরা ইতোমধ্যে ৪-০ তে জিতে নিয়েছে। ফলে সিডনিতে আজকের ম্যাচে জয় পেলে সফরকারী ভারত হোয়াইটওয়াশ হবে।
বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি ২০১৬/শরীফ