আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মঙ্গলবার রাতে মিলানের সান সিরোয় অনুষ্ঠিত জার্মানি ও ইতালির মধ্যে গোলশূন্য ড্র হয়েছে। ম্যাচের প্রথমার্ধে শুরুতে এগিয়ে যেতে পারতো জার্মানি। দ্বাদশ মিনিটে গোলমুখে বল পেয়েছিলেন মিডফিল্ডার গোরেৎসকা; কিন্তু শট নিতে দেরি করে ফেলেন। পাশে আর কোনো সতীর্থ না থাকায় পাসও দিতে পারেননি। ২৭তম মিনিটে টমাস মুলারের ক্রসে মিডফিল্ডার ইয়ানিক গেরহার্ডের প্রচেষ্টা ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক জানলুইজি বুফ্ফন।
বিরতির আগে আরও কয়েকটি ভালো আক্রমণ করে বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু ইতালির রক্ষণ ভেদ করতে পারেনি তারা।
শুরুতে রক্ষণ সামলে প্রতি-আক্রমণ নির্ভর ফুটবল খেলা স্বাগতিকরা ইতালি দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে। ৫৬তম মিনিটে দুই ডিফেন্ডারের মধ্যে দিয়ে বল পায়ে ডি বক্সে ঢুকে পড়েন আন্দ্রেয়া বেলোত্তি। কিন্তু শট নেওয়ার আগ মুহূর্ত পড়ে যান তোরিনো ফরোয়ার্ড। তাকে ফেলে দেওয়ার অভিযোগে পেনাল্টির জোরালো আবেদন করে ইতালির খেলোয়াড়রা; কিন্তু রেফারি সাড়া দেননি।
৮২তম মিনিটে ডান দিক থেকে জোরালো কোনাকুনি শট নিয়েছিলেন বেলোত্তি, গোলরক্ষক লেনোকে পরাস্ত করলেও পোস্টের বাধা এড়াতে পারেননি।
বিডি প্রতিদিন/ ১৬ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৮