পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের প্রথমদিনটি পুরোটাই পরিত্যাক্ত হয়ে গিয়েছিল বৃষ্টিতে। এরপরেও নিউজিল্যান্ড সাড়ে তিনদিনের মাথায় পাকিস্তানকে হারিয়ে সিরিজের প্রথম টেস্ট জিতে নিল। ক্রাইস্টচার্চে তারা পাকিস্তানকে হারাল ৮ উইকেটে।
তৃতীয় দিনের শেষে পাকিস্তানের রান ছিল ৭ উইকেটে ১২৯। পাকিস্তান ১৫০ টপকাতে পারবে কিনা, তা নিয়েই ছিল প্রশ্ন। কিন্তু পাক ইনিংসকে ১৭১ পর্যন্ত টেনে নিয়ে গেলেন মূলত সোহেল খান (৪০)। নিউজিল্যান্ড বোলারদের মধ্যে বোল্ট ও সাউদি নিলেন তিনটি করে উইকেট।
নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্য ছিল মাত্র ১০৫ রানের। এই রান তুলতে তেমন কোনও বেগই পেতে হল না তাদের। মাত্র দু উইকেট হারিয়েই উঠে গেল প্রয়োজনীয় রান। অধিনায়ক উইলিয়ামসন ৬১ ও রাভাল অপরাজিত ৩৬ রানে অপরাকিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।
প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার সুবাদে ম্যাচের সেরা কলিন ডি গ্র্যান্ডহোম। এটিই ছিল তার অভিষএক টেস্ট। দুই টেস্টের সিরিজে ১–০ তে এগিয়ে রইল নিউজিল্যান্ড। পরের টেস্ট হ্যামিলটনে, ২৫ নভেম্বর থেকে।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০১৬/তাফসীর-৭