সর্বশেষ ১৯৮৪ সালে ছয় পরিবর্তন এনেছিল ব্যাগি গ্রিনের দেশ অস্ট্রেলিয়া। সে সময় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই পরিবর্তন হয়েছিল তাদের। এবার ৩২ বছর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে সেই একই পরিবর্তন এনেছে ক্রিকেট অস্ট্রেলিয়া
সিরিজের প্রথম দুই টেস্টে বাজে হারের পরই দলের এমন পরিবর্তন আনল অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টের জন্য মোট ছয় ক্রিকেটারকে দলে নিয়েছে অজিরা। আগামী ২৪ নভেম্বর মুখোমুখি হবে দু’দল।
নতুন অন্তর্বর্তীকালীন নির্বাচক ট্রেভর হনসের নির্বাচনে প্রথম দুই টেস্টে বাজে পারফর্মের কারণে বাদ পড়েছেন জো বার্নস, অ্যাডাম ভোজেস, পিটার নেভিল ও জো মেনি। আর দ্বিতীয় টেস্টেই অভিষেক হওয়া কালাম ফার্গুসনও বাদের তালিকায় রয়েছেন।
এদিকে নতুন ছয় জনের মধ্যে অ্যাডিলেডে অভিষেক হয়ে যেতে পারে ব্যাটসম্যান ম্যাট রেনশ, পিটার হ্যান্ডসকম্ব ও নিক ম্যাডিনসনের। আর বোলার হিসেবে চাদ সেয়ার্সকে বিশেষজ্ঞ হিসেবে নেওয়া হয়েছে। পাঁচ টেস্ট খেলা বোলার জ্যাকসন বার্ডও ফিরেছেন। এছাড়া ২০১৩ সালের পর ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ম্যাথিউ ওয়েড।
অস্ট্রেলিয়া স্কোয়াড: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, উসমান খাজা, স্টিভেন স্মিথ (অধিনায়ক), পিটার হ্যান্ডসকম্ব, নিক ম্যাডিনসন, ম্যাথিউ ওয়েড (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, নাথান লিয়ন, জ্যাকসন বার্ড, চাঁদ সেয়ার্স।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০১৬/ তাফসীর-১৫