লন্ডনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে হারিয়ে প্রথমবারের মতো এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস টুর্নামেন্টের শিরোপা জিতেছেন অ্যান্ডি মারে। আর এর মধ্য দিয়ে টেনিসের নাম্বর ওয়ান পজিশনে থেকে বছর শেষ করতে যাচ্ছেন এই ব্রিটিশ সেনসেশন।
এর আগে, চলতি মাসের শুরুতে নোভাক জোকোভিচকে হটিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসেন মারে। সর্বশেষ মৌসুম শেষের ইভেন্টে এসে তা ধরে রাখার চ্যালেঞ্জটা দুর্দান্তভাবেই পার করলেন রিও অলিম্পিক চ্যাম্পিয়ন।
জিতলে বিশ্বসেরাই থাকবেন; হারলে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা চলে যাবে আবারও জোকোভিচের হাতে। এমন সমীকরণ সামনে নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামের দুই টেনিস তারকার। এরপর সরাসরি সেটে হারের লজ্জায় ডোবেন এই ইভেন্টে গত ৪বারের (মোট ৫ বার) চ্যাম্পিয়ন জোকোভিচ।
প্রথম সেটটি ৬-৩ গেমে হেরে পিছিয়ে পড়েন জোকোভিচ। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থতায় রূপ নেয়। ৬-৪ গেমের জয়ে ভক্ত-সমর্থকদের বাঁধভাঙা উল্লাসের উপলক্ষ এনে দেন মারে। এ নিয়ে টানা ২৪টি ম্যাচ অপরাজেয় থাকলেন তিনবারের গ্র্যান্ড স্লাম জয়ী।
বিডি-প্রতিদিন/২১ নভেম্বর, ২০১৬/মাহবুব