ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্ট হয়েছিল জয়। সেই আক্ষেপটা ভারত মিটিয়ে ফেলল সিরিজের দ্বিতীয় টেস্টে। ভারতের বিশাখাপত্তনমে শেষদিন এসে ২৪৬ রানের সহজ জয় তুলে নিল ভারত।
চতুর্থ দিন শেষে ভারতের জয় প্রায় নিশ্চিত হয়েই গিয়েছিল। শেষদিন ইংল্যান্ড কতদূর টেনে নিয়ে যেতে পারে, সেটাই ছিল দেখার বিষয়। চতুর্থ দিন শেষে ইংল্যান্ডের রান ছিল ২ উইকেটে ৮৭। সোমবার দিনের শুরুর আড়াই ঘণ্টার মধ্যেই গুটিয়ে গেল ইংল্যান্ড। মোট রান উঠল সব কয়টি উইকেট হারিয়ে মাত্র ১৫৮। ২৪৬ রানের সহজ জয় নিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম জয়।
ভারতের পক্ষে জয়ন্ত যাদব ও অশ্বিন নিলেন তিনটি করে উইকেট। সামি ও জাদেজা নিলেন দুটি করে উইকেট। প্রথম ইনিংসে ১৬৭, দ্বিতীয় ইনিংসে ৮১ রানের সুবাদে ম্যাচের সেরা হয়েছেন অধিনায়ক বিরাট কোহলি।
বিডি-প্রতিদিন/২১ নভেম্বর, ২০১৬/তাফসীর-১