ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে জাতীয় দলে আর সুযোগ পাননি পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির। এমনকি বিদায়ী ম্যাচের দাবি জানালেও বিভিন্ন অজুহাত দেখিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে এক্ষুণি ক্যারিয়ার শেষ হচ্ছে না আফ্রিদির। এমনটাই ইঙ্গিত দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক। তাই আবারও জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর সুযোগ থাকছে তারকা এই অলরাউন্ডারের।
বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে খেলছেন আফ্রিদি। এখন পর্যন্ত খেলেছেন ৫টি ম্যাচ। যেখানে বল হাতে তুলে নিয়েছেন ৯টি উইকেট। এর মধ্যে খুলনা টাইটানসের বিপক্ষে ১২ রানের বিনিময়ে তুলে নিয়েছিলেন চারটি উইকেট। এছাড়া ঢাকা, বরিশালের বিপক্ষে নেন দুটি করে উইকেট।
এমন পারফর্মে দৃষ্টি রেখেছেন ইনজামাম। তিনি জানান, ‘যদি আফ্রিদি তার এমন দুর্দান্ত পারফর্ম ধরে রাখে আর যদি দল তাকে প্রয়োজন মনে করে তাহলে সে খুব শিগগিরই জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে পারবে।’
জাতীয় দলে ফিরলে ৩৬ বছর পার করা আফ্রিদি কতটা পারফর্ম করতে পারবে, এমন প্রশ্নের জবাবে ইনজামাম জানান, ‘বয়স কোনো বড় বিষয় না। পারফর্ম আর স্কিলটাই বড়। সে যদি এই দুটি জিনিস ধরে রাখতে পারে জাতীয় দলের দরজা খুলে যাবে তার জন্য। মিসবাহ ৪০ বছর পেরিয়েও দারুণ খেলছে। তাহলে আফ্রিদি কেনো নয়?’
বিডি-প্রতিদিন/২১ নভেম্বর, ২০১৬/মাহবুব