পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবার শোয়েব আখতারের দিকে হাত বাড়াচ্ছে । পাকিস্তান জাতীয় ক্রিকেট একাডেমির পেসারদের বোলিং পরামর্শদাতা হতে পারেন এই সাবেক স্পিড স্টার। এর আগে এ পদের জন্য পাকিস্তান বোর্ড আকিব জাভেদের কথা ভেবেছিল। কিন্তু আকিব জাভেদকে পাওয়া যাবে না বলেই জানা গেছে।
অপরদিকে মোহম্মদ ইউসুফ ব্যাটিং পরামর্শদাতা হিসেবে যোগ দিয়েছেন। রশিদ লতিফকে উইকেটকিপিং পরামর্শদাতা হওয়ার প্রস্তাব দেয়া হয়েছে। আর অফ-স্পিনারদের পরামর্শদাতা হিসেবে সাকলাইন মুশতাকের কথা ভাবছে পিসিবি।
উল্লেখ্য পাকিস্তান ক্রিকেটকে উঁচুতে নিয়ে যেতে অনেক সাবেক তারকা ক্রিকেটারকেই একাডেমিতে নিয়েছে পাক বোর্ড।
বিডি-প্রতিদিন/২১ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৬