বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) নিজেদের তৃতীয় জয় তুলে নিল চিটাগং ভাইকিংস। ১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ছয় উইকেটের জয় পায় তামিম ইকবালের চিটাগং।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের করা ১৮৩ রানের পর চার উইকেট হারিয়ে ও চার বল বাকি থাকতে জয় পায় দলটি। আর টুর্নামেন্টে মাশরাফি বিন মর্তুজার কুমিল্লার সাত ম্যাচে এটি ষষ্ঠ হার।
চিটাগংয়ের জয়ে অবদান রাখেন দলের টপঅর্ডার সব ব্যাটসম্যান। তবে শেষ দিকে ২৪ বলে পাঁচ চার ও দুই ছক্কায় ৪৬ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন মোহাম্মদ নবী। ছক্কা হাঁকিয়েই জয় উদযাপন করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান আসে শোয়েব মালিকের ব্যাট থেকে। কুমিল্লার হয়ে সর্বোচ্চ দুটি উইকেট পান রায়ান টেন ডয়েসকাটে।
এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২২তম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে তিন উইকেট হারিয়ে ১৮৩ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ওপেনার খালিদ লতিফ। এছাড়া অপরাজিত ৪০ রান করেন আহমেদ শেহজাদ।