নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে স্লো ওভার রেটের কারণে হ্যামিল্টনে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হককে নিষিদ্ধ করেছে আইসিসি। ক্রাইস্টচার্চের প্রথম টেস্টে নির্ধারিত সময়ে দুই ওভার ঘাটতি ছিল পাকিস্তান দলের। ফলে হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলা হচ্ছে না তার।
অবশ্য হ্যামিল্টন টেস্ট এমনিতেই খেলতেন না মিসবাহ। কারণ প্রথম টেস্ট চলাকালীন তার শ্বশুরের মৃত্যু হয়। ফলে ইতোমধ্যেই দেশে ফেরত গেছেন তিনি।
এদিকে শুধুমাত্র নিষেধাজ্ঞাই নয় ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে মিসবাহ’র। আর পুরো দলকে ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
অভিজ্ঞ এ ব্যাটসম্যান এর আগে গত আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে আরেকবার এমন অপরাধ করেছিলেন। আর আইসিসি’র নিয়ম অনুযায়ী ১২ মাসের মধ্যে দু’বার এমন অপরাধ করলে এক ম্যাচ নিষিদ্ধ হতে হয়।
২০১২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে একই অপরাধে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন ৪২ বছর বয়সী মিসবাহ।
ক্রাইসচার্চে আট উইকেটের বড় ব্যবধানে হেরে সিরিজে ১-০তে পিছিয়ে রয়েছে পাকিস্তান। ২৫ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্ট শুরু হবে।
বিডি প্রতিদিন/ ২২ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৯