ইংল্যান্ডের পেস বোলার জেমস অ্যান্ডারসন রাজকোটে সিরিজের প্রথম টেস্টে খেলেননি। দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছেন তিনি। আর এই দ্বিতীয় টেস্টেই ব্যাটসম্যান হিসেবে ইতিহাস গড়লেন তিনি। ভাবছেন কী এমন করলেন জেমস অ্যান্ডারসন? খুব গর্বের কিছু করেননি।
জানা যায়, অ্যান্ডারসন ভাইজাগ টেস্টের দুই ইনিংসেই ব্যাট হাতে নেমে ০ করেছেন! তার থেকেও বড় কথা, অ্যান্ডারসন দু'বারই আউট হয়েছেন প্রথম বলেই! এক টেস্টের দুই ইনিংসেই প্রথম বলে আউট হয়ে গেলে তাকে কিংস পেয়ার বলা হয়। তাই জেমস অ্যান্ডারসনও এবার কিংস পেয়ারের তালিকায় নিজের নাম লেখিয়ে নতুন রেকর্ড করলেন! আর এই তালিকায় রয়েছেন বীরেন্দ্র সেহবাগ থেকে অ্যাডাম গিলক্রিস্টের মতো মারকুটে, ধ্বংসাত্মক ব্যাটসম্যানও!
বিডি প্রতিদিন/এ মজুমদার