পঞ্চম ব্যালন ডি’অর জিতে লিওনেল মেসির রেকর্ড ছুঁয়ে ফুটবল বিশ্বে এখন আলোচনার শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনালদো। আর এমন রেকর্ডের পর সেভিয়ার বিপক্ষে মাঠে নেমেই জোড়া গোল পেয়েছেন এই রিয়াল মাদ্রিদ তারকা। তারই জের ধরে রোনালদোকে বিশ্বসেরা ফুটবলার দাবি করেলেন তার ক্লাব সতীর্থ মার্সেলো।
সেভিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সাক্ষাতকারে মার্সেলো বলেন, ‘আমার কাছে রোনালদো বিশ্বের সেরা ফুটবলার। আমি ম্যারাডোনা কিংবা পেলেকে দেখিনি। যাহোক, আমি জানি রোনালদোর সঙ্গে কারও তুলনা হয় না। রিয়াল মাদ্রিদের এই স্কোয়াড নিয়ে আমি বেশ আনন্দিত। এখানে নতুন কেউ আসতে চাইলে আমরা স্বাগত জানাবো। দলের তরুণ ফুটবলারদের নিয়ে আমি বেশ আনন্দিত।’
স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থানের লড়াইয়ে বার্সেলোনার সঙ্গে লড়ছে রিয়াল মাদ্রিদ। সবশেষ সেভিয়ার বিপক্ষে ঘরের মাঠে ৫-০ ব্যবধানে জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা। ব্যালন ডি’অর জয়ের পরই সেভিয়ার বিপক্ষে মাঠে নেমে জোড়া গোল পেয়েছেন রোনালদো।
বিডি প্রতিদিন/১০ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ