ইতালির মিলানে ১২ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন ভারতীয় ক্রিকেট সেনসেশন বিরাট কোহলি বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। এই খবর চোখ এড়ায়নি অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভাল ক্রিকেট স্টেডিয়ামের কর্তৃপক্ষেরও। দেশের বাইরে তাদের বিয়ের খবর শুনে ভেন্যু পরিবর্তন করে ঐতিহাসিক অ্যাডিলেড ওভালে বিয়ের প্রস্তাব দিয়েছেন স্টেডিয়ামের সিইও আন্ড্রু ড্যানিয়েল।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী বিরাটকে আন্ড্রু ড্যানিয়েল বলেন, "অ্যাডিলেড ওভালে বিরাট-অানুশকার বিয়ের আয়োজন করতে পারলে রোমাঞ্চিত হবো। ক্রিকেটের বাইরে এই ক্রীড়াঙ্গন সাক্ষী থাকবে বিরাটের জীবনের সুন্দর স্মৃতির।''
এখানেই থেকে থাকেননি অ্যাডিলেড ওভালের সিইও। বিরাটকে প্রলুব্ধ করেই তিনি বলেছেন, 'এখানে ভারত অধিনায়ককে কিছু সুন্দর মুহূর্ত উপহার দিতে পারব আমরা।"
বিডি-প্রতিদিন/১১ ডিসেম্বর, ২০১৭/মাহবুব