ওয়েলিংটন টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর স্বাগতিকদের বিপক্ষে হ্যামিল্টন টেস্টেও পুরোপুরি এলোমেলো ওয়েস্ট ইন্ডিজ। সামনে যেখানে ৪৪৪ রানের বিশাল টার্গেট, সেখানে তৃতীয় দিন শেষে ৩০ রান তুলতেই দুই উইকেট হারিয়েছে সফরকারীরা।
ক্রেইগ ব্রাথওয়েট ১৩ ও শাই হোপ ১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। কাইরন পাওয়েলকে (০) ট্রেন্ট বোল্ট ও শিমরন হেটমায়ারকে (১৫) ফেরান কিউই পেসার টিম সাউদি। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩৭৩ রানে অলআউট করে ক্যারিবীয়রা গুটিয়ে যায় ২২১ রানে।
পরে ৮ উইকেটে ২৯১ রান করে নিজেদের দ্বিতীয় ইনিংসে ঘোষণা করে ব্ল্যাক ক্যাপসরা। নিউজিল্যান্ডের হয়ে রেকর্ড সর্বোচ্চ ১৭তম টেস্ট সেঞ্চুরিতে প্রয়াত মার্টিন ও বর্তমান অধিনায়ক কেন উইলিয়ামসনের পাশে নাম লেখান রস টেইলর। অপরাজিত থাকেন ১০৭ রানে। উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ৫৪।
দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে কিউইরা। টেস্টের পর সীমিত ওভারের সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।
বিডি প্রতিদিন/১১ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ