আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে বহুদিন ধরেই তিন মোড়লের (ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া) আধিপত্য চলে আসছে।
কিন্তু মোড়লগিরিতে এবার আরও একধাপ এগিয়ে গেল ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আইসিসির তোয়াক্কা না করে ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত নিজেদের ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) বা ক্রিকেটের সময়সূচি প্রকাশ করেছে।যেখানে আইসিসি এখনও কোনো এফটিপি প্রকাশ করেনি!
সাধারণত ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সবগুলো দলের চার বছর ব্যাপী এফটিপি প্রকাশ করে থাকে। তবে বিসিসিআই অগ্রিম নিজেদের সময়সূচি প্রকাশ করে যেন বলতে চাইছে, আইসিসি বা অন্য দেশগুলো তাদের সঙ্গে সময় মিলিয়ে নিক।
সিঙ্গাপুরে আইসিসির সদস্যগুলো প্রধান নির্বাহীদের এক সভায় এমন ঘোষণা দেয় বিসিসিআই।
এ চার বছরে ভারত সব ফরম্যাট মিলিয়ে ১৫৮টি ম্যাচ খেলবে। যেখানে থাকছে ৩৭টি টেস্ট, ৬৭টি ওয়ানডে ও ৫৪টি টি-টোয়েন্টি। এর মধ্যে ৮৫টি ঘরের মাঠে ও ৭৩টি ম্যাচ খেলবে বিদেশ সফরে।
এদিকে শোনা যাচ্ছে বিসিসিআই চাচ্ছে দেশটির ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালীন অন্য দেশের যাতে জাতীয় দলের খেলা না হয়। এতে করে বিদেশি ক্রিকেটারদের পুরো মৌসুম পেতে চায় তারা।
বিডিপ্রতিদিন/ ১১ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        