ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানি ওপেনার নাসির জামসেদ। স্পট ফিক্সিং মামলায় 'বাধা ও অসহযোগিতা'র জন্য জামসেদকে দোষী সাব্যস্ত করা হয়।
সোমবার পিসিবির দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। চলতি বছরের শুরুতে পাকিস্তান সুপার লিগের সময় (পিএসএল) ফিক্সিংয়ে জড়ান এই ক্রিকেটার।
একই মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আরেক ওপেনার সারজিল খান ও খালিদ লতিফকে পাঁচ বছরে করে নিষিদ্ধ করে পিসিবি।
ফিক্সিং নিয়ে ঠিক সময়ে রিপোর্ট না করায় এই মামলায় পেসার মোহাম্মদ ইরফানকে এক বছর এবং স্পিনার মোহাম্মদ নওয়াজকে দুই মাসের জন্য নিষিদ্ধ করা হয়।
বিডি প্রতিদিন/১১ ডিসেম্বর ২০১৭/আরাফাত