দীর্ঘ ৭ বছর পর আবারও ভারতের কলকাতায় এসেছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা। রবিবার সন্ধ্যায় তিনি পশ্চিমবঙ্গের রাজধানীতে পা রাখেন। ফুটবলের রাজপুত্র খ্যাত ম্যারাডোনা এর আগে ২০০৮ সালের ডিসেম্বরে কলকাতা সফরে আসেন। ফুটবলের রূপকথায় 'হ্যান্ড অফ গড' অধ্যায় চিরস্থায়ী জায়গা করে নিলেও কলকাতায় গিয়ে ম্যারাডোনা বললেন, 'আমি ঈশ্বর নই, আমি একজন সাধারণ ফুটবলার। '
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের অনুষ্ঠানে ম্যারাডোনা কলকাতার সমর্থকদের সামনে নিজেকে তুলে ধরলেন মাটির মানুষ হিসাবেই। তাকে নিয়ে ওপার বাংলার ফুটবলপ্রেমীদের আবেগ দেখে আপ্লুত দিয়েগো। সংক্ষিপ্ত ভাষণে ফুটবলের ঈশ্বর বলেন, 'এখানে আবার আসতে পেরে আমি আপ্লুত। কলকাতার মানুষকে আন্তরিক ধন্যবাদ এত ভালোবাসা উপহার দেওয়ার জন্য। '
বিমানবন্দের পা দেওয়া যাবত ম্যারাডোনা-জ্বরে আচ্ছন্ন শহর কলকাতা। সবার আকুতি আর্জেন্টাইন কিংবদন্তিকে নিজে চোখে একঝলক দেখার। স্বাভাবিকভাবেই শ্রীভূমি স্পোর্টিং ক্রিকেট কোচিং সেন্টারের মাঠে উপচে পড়া ভিড় ছিল।
অনুরাগীদের হতাশ করলেন না ৮৬ বিশ্বকাপের নায়ক। হাতে থাকা জামা উড়িয়ে অভিবাদন স্বীকার করা ছাড়াও পাল্টা সৌজন্য হিসাবে নিজের স্বাক্ষর করা অনেকগুলো বল বাঁ-পায়ের সেই জাদুকরী শটে দর্শকদের দিকে উড়িয়ে দেন তিনি। কলকাতার বাসিন্দারা আপ্লুত ফুটবল ঈশ্বরকে স্বচক্ষে দেখতে পেরে। এবার অপেক্ষা, কবে ফুটবল পায়ে দেখা যায় ম্যারাডোনাকে। বয়স অনেক হয়ে গেছে; খেলোয়াড়ি জীবনের সেই দিনগুলো আর নেই। কিন্তু ফুটবল ঈশ্বরের পা থেকে নিশ্চয়ই জাদু হারিয়ে যায়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        