ডিআরএস'র ক্ষেত্রে ভারতের সাবেক অধিনায়ক ধোনি যে কতটা সঠিক তার প্রমাণ মিলল আবার। রবিবার ধরমশালা ম্যাচে ভারতীয় ইনিংসের ৩৩ তম ওভারের ঘটনা সেই প্রমাণ দিলেন ধোনি।
৩৩ তম ওভারে জাসপ্রীত বুমরার পায়ে লাগে সচিত্র পাথিরানার বল। শ্রীলঙ্কার ক্রিকেটাররা আউটের আবেদন জানাতে থাকেন। আম্পায়ার আঙুল তোলার আগেই ধোনি ডিআরএস চেয়ে বসেন। কারণ তিনি নিশ্চিত ছিলেন যে বুমরা আউট নন।
ডিআরএসের পর আম্পায়ারকেও নিজের সিদ্ধান্ত বদলাতে হয়। কারণ বলটি বেরিয়ে যাচ্ছিল। স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা তো বটেই, টিভিতে যারা খেলা দেখেছেন, তারাও ধোনির বিচক্ষণতা ও ম্যাচ রিডিংয়ের প্রশংসায় পঞ্চমুখ।
সোশ্যাল মিডিয়ায় একজন বলেছেন, ‘ডিআরএস এর অর্থ হওয়া উচিত ধোনি রিভিউ সিস্টেম।’ আর একজনের মন্তব্য, ‘সীমিত ওভারে ক্রিকেটে ধোনি যে বস, তা প্রমাণ হল আবার।’ আর একজন বললেন, ‘ধোনি এখনও দলের সম্পদ।’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        