অ্যালিস্টার কুকের দিকে হ্যান্ড গ্রেনেড ছুঁড়ে মারলেন কেভিন পিটারসেন। ইংল্যান্ডের সাবেক অধিনায়কের মানসিকতা নিয়েই প্রশ্ন তুলে বসলেন পিটারসেন।
পিটারসেনের কথায়, ‘কুককে দেখে অবাক হচ্ছি। অ্যাশেজ নিয়ে সে কি আদৌ আগ্রহী? দেখে তো অন্তত মনে হচ্ছে না। সে কীভাবে আউট হচ্ছে দেখুন। আর আউট হওয়ার পর কীভাবে মাঠ ছাড়ছে, সেদিকেও খেয়াল করুন। অদ্ভুত শরীরি ভাষা। মনে হচ্ছে, দিন ফুরিয়ে এসেছে, এই প্রশ্নটা যেন সে নিজেই নিজের কাছে রাখছে। অথচ ও ১৫০ তম টেস্ট খেলতে চলেছে!’
এরপর পিটারসেন কুক প্রসঙ্গে আরও যোগ করে বলেন, ‘এতকাল ধরে যে আগুনটা বুকের ভেতর জ্বলত, যে খিদেটা ছিল, সেটা চলে যাচ্ছে কেন? অ্যাশেজ শুরুর আগেই আমি কথাটা বলেছিলাম। সিরিজ শুরুর পরও কোনও নিদর্শন পাইনি, যাতে মনে হয়, খিদেটা এখনও আছে কুকের।’
পিটারসেন আরও বলেন, ‘অস্ট্রেলিয়ার বোলাররা তো এত জোরে বল করছে না, যা খেলা যায় না বা আগে কখনও খেলেনি ইংল্যান্ডের ব্যাটসম্যানরা? কমেন্ট্রি করতেও খুব হতাশ লাগে, যখন নিজের দল এমন খেলে। কেউ তো অস্ট্রেলিয়ার বোলারদের বিরুদ্ধে চালিয়ে খেলবে। ইংল্যান্ডের ব্যাটসম্যানদের দেখাতে তো হবে যে ওরা ভয় পাচ্ছে না। কিন্তু কাণ্ড কারখানা দেখে উল্টোটাই মনে হচ্ছে।’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর