লেডি লাক বললেও কম বলা হয়। বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে আলাপ হওয়ার পর থেকেই বিরাটের ব্যাটে রানের বন্যা দেখা গেছে।
২০১৩ সালে একটি শুটিংয়ে আলাপ হয়েছিল বিরাট কোহলি আর আনুশকা শর্মার। ২০১৪ সাল থেকে তাদের প্রেমপর্ব শুরু। অবশেষে তা পরিণতি পেল ২০১৭ সালের ১১ ডিসেম্বর। পরিসংখ্যান বলছে ২০১৩ সালে আনুশকার সঙ্গে আলাপ হওয়ার পর থেকে এখনও পর্যন্ত একদিনের ক্রিকেটে ১৯টি শতরান করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর টেস্টে শতরানের সংখ্যাটা ১৭। সবমিলিয়ে ৩৬ট শতরান।
আন্তর্জাতিক ক্রিকেটে এইমুহূর্তে বিরাটের শতরানের সংখ্যা ৫২। যার ৩৬টি এসেছে আনুশকার সঙ্গে আলাপ হওয়ার পর। ২০১৪ সালের নভেম্বরেই বিরাট জানান আনুশকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। সত্যিই বিরাটের জীবনে লেডি লাক তিনি। কেননা আনুশকার সঙ্গে আলাপ হওয়ার পর থেকেই বিরাটের পারফরম্যান্স গ্রাফ হয়েছে উর্ধ্বমুখী।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        