আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ভারতীয় হিসেবে ৩৫০ ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়লেন মহেন্দ্র সিং ধোনি তিনি। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই নজির গড়েন তিনি।
এখন তিন ফরম্যাট মিলিয়ে ৫২৬ আন্তর্জাতিক ম্যাচে মোট ৩৫২ ছয়ের মালিক তিনি। বুধবার ২৩ বলে ঝোড়ো ৪০ করার পথে ৩ ছয় মারেন এমএসডি। প্রথম ছয়ের সঙ্গে সঙ্গে ভারত জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক পৌঁছে যান ৩৫০ ছয়ে। যদিও ধোনির এই কীর্তি ম্লান হয়ে যায় ভারতের হারে।
আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ওপেনার ক্রিস গেইল। তিনি মেরেছেন ৫০৬টি ছয়। তালিকায় দুইয়ে আছেন পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি (৪৭৬ ছয়)। নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম মেরেছেন ৩৯৮ ছয়। ধোনি রয়েছেন তালিকার পাঁচে। শ্রীলঙ্কার প্রাক্তন ওপেনার সানাৎ জয়সুরিয়া ৩৫২ ছয় মেরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে।
ভারতীয়দের মধ্যে ধোনির ঠিক পরেই ছয় মারার তালিকায় রয়েছেন রোহিত শর্মা। তিনি ৩২২ ম্যাচে মেরেছেন ৩৪৯ ছয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ