ইউরোপের সেরা প্রতিযোগিতাগুলোয় সর্বোচ্চ গোলদাতাকে সোনার বুট দিয়ে সম্মানিত করে উয়েফা। একত্রিশ বছরের আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এবারও এই পুরস্কারের দাবিদার। এই মৌসুমে এখন পর্যন্ত ৩৩ গোল করেছেন।
লা মাসিয়া থেকে মেসির অবিশ্বাস্য উত্থান কাছ থেকে দেখেছেন ইনিয়েস্তা। তাঁর চোখে এই মহানায়ক সতীর্থই বার্সেলোনার সর্বকালের সেরা। স্পেনের বিশ্বজয়ী দলের সদস্য ইনিয়েস্তা দেশের প্রচারমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘‘আমি আজও ওর খেলা দেখি এবং উপভোগ করি। আজও লিয়ো এমন একজন ফুটবলার, যে সব সময় ম্যাচে পার্থক্য গড়ে দেয়।’’
ইনিয়েস্তার আরও বলেন, ‘‘যে কোন ফুটবলারের চেয়ে ও আজও বেশি গোল করে। শুধু করে না, সতীর্থদের দিয়ে করায়ও। লিয়ো মাঠে নেমে যা ইচ্ছে তাই করতে পারে। শুধু তাই নয়, এটা ও যত দিন চাইবে, তত দিন করে যাবে।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ