২০ জুলাই, ২০১৯ ১০:০৯

বিশ্বকাপে শ্রীলঙ্কার বাজে পারফরম্যান্স, বরখাস্ত হাথুরুসিংহে

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে শ্রীলঙ্কার বাজে পারফরম্যান্স, বরখাস্ত হাথুরুসিংহে

ফাইল ছবি

ইংল্যান্ড বিশ্বকাপে ক্রিকেটপ্রেমীদের হতাশ করেছে শ্রীলঙ্কা। তারই জের ধরে লঙ্কান কোচিং স্টাফে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। অবশেষে শ্রীলঙ্কা জাতীয় দলের প্রধান কোচে পদ থেকে চান্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী হারিন ফারনান্ডো। শুক্রবার তিনি এ আদেশ দেন।

লঙ্কান বোর্ডের একটি সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, ক্রীড়ামন্ত্রী নাকি বিশ্বকাপের আগেই কোচদের বিদায় করে দিতে চেয়েছিলেন। কিন্তু ওই সময় পরিস্থিতি বিবেচনায় তাদের বিশ্বকাপে পাঠানো হয়। বিশ্বকাপ থেকে ফিরেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে শ্রীলঙ্কা। আর এই সিরিজটিই হবে এ দফায় লঙ্কান কোচ হিসেবে হাথুরুসিংহের শেষ সিরিজ।

জানা গেছে, কোচিং স্টাফের অন্যান্য সদস্যের সঙ্গেও আর চুক্তি নবায়ন করবে না  লঙ্কান বোর্ড।
 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর