২২ জুলাই, ২০১৯ ১৪:৪১

প্যারাশ্যুট ট্রেনিংয়ের অনুমতি পেলেন ধোনি

অনলাইন ডেস্ক


প্যারাশ্যুট ট্রেনিংয়ের অনুমতি পেলেন ধোনি

ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজ সফরে না গিয়ে টেরিটোরিয়াল আর্মির প্যারাশ্যুট রেজিমেন্টের সঙ্গে দুই মাসের ট্রেনিং করার ইচ্ছা ভারতীয় সেনাবাহিনীর কাছে প্রকাশ করেছিলেন ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ধোনির এই আবেদন মঞ্জুর করলেন ভারতীয় সেনার চিফ জেনারেল বিপীন রাওয়াত। 

সেনা সূত্রে খবর, আগামী ২ মাস তিনি প্যারাশ্যুট বাহিনীর কাছে প্রশিক্ষণ নিতে পারবেন ধোনি। এই প্রশিক্ষণ হবে জম্মু-কাশ্মীরে। তবে যেহেতু ধোনি টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক পদে রয়েছেন তাই তাকে কোনো রকম সক্রিয় অপারেশনে অংশ নিতে দেওয়া হবে না। 

ধোনিকে ছাড়াই এবার ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে তিনটি টি-২০, তিনটি একদিনের আন্তর্জাতিক এবং দুটি টেস্ট ম্যাচ খেলতে। এই টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আগামী ৩ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ক্যারিবিয়ানে থাকবে ভারতীয় দল। 


বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর