বিশ্বকাপের জমজমাট আসরে গতির পাশাপাশি ইয়র্কার দিয়ে নামিদামি ব্যাটসম্যানদের কাবু করেছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। দুর্দান্ত পারফর্ম করে হয়েছেন আসরের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার।
ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের ১২তম আসরে দুর্দান্ত পারফরম্যান্সে বড় বড় ব্যাটসম্যানদের বোকা বানিয়ে একের পর এক উইকেট শিকার করেন অস্ট্রেলিয়ার এ পেসার।
এদিকে টানা দুই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে থেকে বিশ্বকাপ শেষ করেছেন মিচেল স্টার্ক। অস্ট্রেলীয় এই পেসার ভেঙেছেন তারই স্বদেশি কিংবদন্তী বোলার গ্লেন ম্যাকগ্রার নেওয়া ২৬ উইকেটের কীর্তি।
১০ ম্যাচে বিশ্বকাপে সর্বোচ্চ ২৭ উইকেট শিকার করেন ২৯ বছর বয়সী এই পেসার। অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে তোলার পেছনে বোলিংয়ে অসামান্য অবদান রাখেন তিনি।
তবে বিশ্বকাপের শুরু থেকে ধারাবাহিক জয় পাওয়া অস্ট্রেলিয়া সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচ আসরের চ্যাম্পিয়নরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন