১৫ নভেম্বর, ২০১৯ ০১:৪৬

ওমানের বিপক্ষে ৪-১ গোলে বাংলাদেশের হার

ওমান প্রতিনিধি

ওমানের বিপক্ষে ৪-১ গোলে বাংলাদেশের হার

কাতার বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে নিজেদের চতুর্থ ম্যাচে শক্তিশালী ওমানের কাছে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ।

সুলতান কাবোস স্পোর্ট কমপ্লেক্স স্টেডিয়ামে ওমানের বিপক্ষে প্রথম থেকেই রক্ষণাত্মক ফুটবল খেলতে থাকে জামাল ভূঁইয়ার দল। নিজেদের রক্ষণভাগ সামলাতেই ব্যস্ত থাকতে হয়। তবে, ১০ মিনিটে জামাল ভূঁইয়ার শট ওমানের গোলরক্ষক ফিরিয়ে দেন। প্রথমার্ধের বাকিটা সময় বাংলাদেশের রক্ষণভাগ বেশ ভালোভাবেই ওমানের আক্রমণকে প্রতিহত করেন। ফলে প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়।

তবে দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে ওমানের মহসীন খালদির বামপায়ের শট গোলরক্ষক আশরাফুল রানাকে পরাস্ত করেন। ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর অবশ্য বাংলাদেশের রক্ষণ ভাঙতে সমস্যা হয়নি ওমানের। ৬৮ মিনিটে ব্যবধান বাড়ায় তারা। আল-আলাউই’র গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ওমান।

ম্যাচের ৭৮ মিনিটে আরশাদ আল আলাউই’র গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ওমান। এরপর অবশ্য শক্তিশালী ওমানের বিপক্ষে সাফল্যের দেখা বাংলাদেশ। ৮১ মিনিটে মিডফিল্ডার বিপলু আহমেদের অসাধারণ গোলে ব্যবধান দাঁড়ায় ৩-১ গোলের। খেলার শেষদিকে ইনজুরি সময়ে ওমানের আরমান সাইদ গোল করলে শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় পায় স্বাগতিকরা।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর