১৫ নভেম্বর, ২০১৯ ০৯:৫৮

হাজারতম ম্যাচে ৭-০ গোলে জয় ইংল্যান্ডের, হ্যারি কেইনের হ্যাটট্রিক

অনলাইন ডেস্ক

হাজারতম ম্যাচে ৭-০ গোলে জয় ইংল্যান্ডের, হ্যারি কেইনের হ্যাটট্রিক

সংগৃহীত ছবি

বিশ্বের প্রথম দেশ হিসেবে হাজারতম ফুটবল ম্যাচ খেলতে নেমে গোল উৎসব করেছে ইংল্যান্ড। আন্তর্জাতিক ফুটবলে নিজেদের এই হাজারতম ম্যাচের উপলক্ষ্য দারুণ এক হ্যাটট্রিকে রাঙিয়েছেন হ্যারি কেইন। মন্টেনেগ্রোর বিপক্ষে দুর্দান্ত এই জয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বের টিকেট নিশ্চিত করেছে ইংল্যান্ড।

১০০০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করতে ইংল্যান্ডের লেগেছে ১৪৭ বছর। এর আগে খেলা ৯৯৯টি ম্যাচের মধ্যে ৫৬৮টি ম্যাচে জয় পেয়েছে তারা। তবে বিশ্বকাপ জিতেছে মাত্র ১টি।

বৃহস্পতিবার রাতে হাজারতম ম্যাচে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বাছাইপর্বে ‘এ’ গ্রুপের ম্যাচে ৭-০ গোলে জিতেছে গ্যারেথ সাউথগেটের দল। গোল উৎসবের এই ম্যাচে হ্যাটট্রিক করেন হ্যারি কেইন। দলের অন্য তিন গোলদাতা অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইন, মার্কাস র‌্যাশফোর্ড ও ট্যামি আব্রাহাম।

প্রথম ছয় রাউন্ডের পাঁচটিতে জেতা ইংলিশদের ইউরো ২০২০ এর টিকেট পেতে শেষ দুই ম্যাচে দরকার ছিল মাত্র ১ পয়েন্ট। লক্ষ্য পূরণের মঞ্চে গোলবন্যার শুরু একাদশ মিনিটে, পরের ২৬ মিনিটে আরও চারটি। প্রথমার্ধেই জয়-পরাজয়ের সব অনিশ্চয়তার শেষ!

বাঁ দিক থেকে বেন চিলওয়েলের দারুণ ক্রস ডি-বক্সে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে দলকে এগিয়ে দেন লিভারপুলের অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইন। সাত মিনিট পর চিলওয়েলের ফ্রি-কিকে গোলমুখে বল পেয়ে হেডে ঠিকানা খুঁজে নেন কেইন।

২৪তম মিনিটে কেইনের দ্বিতীয় গোলেও অবদান রাখেন ম্যাচের শুরু থেকে দুর্দান্ত খেলা ২২ বছর বয়সী চিলওয়েল। লেস্টার সিটির এই ডিফেন্ডারের কর্নারে হেডে জাল খুঁজে নেন টটেনহ্যাম স্ট্রাইকার। ৩০তম মিনিটে কাছ থেকে স্কোরলাইন ৪-০ করেন মার্কাস র‌্যাশফোর্ড।

সাত মিনিট পর হ্যাটট্রিক পূরণ করেন কেইন। ডান দিক থেকে দলের কনিষ্টতম (১৯ বছর বয়সী) জেডন স্যানচোর ক্রসে প্রতিপক্ষের গায়ে লেগে গোলমুখে বল পেয়ে যান তিনি। প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে বুদ্ধিদীপ্ত কোনাকুনি শটে স্কোরলাইন ৫-০ করেন রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী।

জাতীয় দলের হয়ে কেইনের এটি তৃতীয় হ্যাটট্রিক। আন্তর্জাতিক ফুটবলে তার মোট গোল হলো ৩০।

৬৬তম মিনিটে ইংল্যান্ডের আরেকটি আক্রমণ রুখতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন ডিফেন্ডার আলেকসান্দার। ৮৪তম মিনিটে স্কোরশিটে নাম লেখান কেইনের বদলি নামা আব্রাহাম। চেলসির হয়ে দারুণ ছন্দে থাকা ২২ বছর বয়সী ফরোয়ার্ডের এটি জাতীয় দলের হয়ে প্রথম গোল।   

সাত ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর