১৭ নভেম্বর, ২০১৯ ১৭:৩৮

কোথাও নেই সাকিব

অনলাইন ডেস্ক

কোথাও নেই সাকিব

টি-টোয়েন্টি ও ওয়ানডের পর এবার টেস্ট র‌্যাঙ্কিং থেকেও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম বাদ দিল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। শনিবার বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ শেষে সর্বশেষ র‌্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে আইসিসি। কিন্তু সেই তালিকার কোথাও নাম নেই সাকিবের। নাম মুছে ফেলার আগে টেস্টের ব্যাটিং তালিকায় ৩০তম, বোলিং তালিকায় ২০তম এবং অলরাউন্ডারদের তালিকায় তৃতীয়স্থানে ছিলেন সাকিব। আর ওয়ানডে ফরম্যাটে ব্যাটিং তালিকায় ২৩, বোলিং তালিকায় ২৭ ও অলরাউন্ডার তালিকায় শীর্ষে ছিলেন সাকিব। 

কোন কারণে টি-টোয়েন্টি ও ওয়ানডের পর টেস্টের র‌্যাঙ্কিং তালিকা থেকে সাকিবের নাম উধাও হলো তা এখনও স্পষ্ট নয়। তবে জুয়াড়িদের তথ্য গোপন করার কারনে আইসিসি কর্তৃক গেল ২৯ অক্টোবর এক বছরের জন্য সবধরনের ক্রিকেটে নিষিদ্ধ হন সাকিব। আগামী ২০২০ সালের ২৯ অক্টোবর সাকিবের সরধরনের নিষেধাজ্ঞা শেষ হবে। ধারণা করা হচ্ছে, এই কারণেই তার নাম বাদ দেওয়া হয়েছে।


বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর