বঙ্গবন্ধু গোল্ডকাপ জাতীয় ফুটবল চাম্পিয়নশীপের বিভাগীয় জোন পর্যায়ের প্রতিযোগীতায় স্বাগতিক বরিশালকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে সাতক্ষীরা জেলা দল। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে এই প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে দুই দলের আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে প্রথমার্ধ গোলশূন্য শেষ হয়। দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটে সাতক্ষীরার পক্ষে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন ১০নম্বর জার্সি পরিহিত খেলোয়ার সিদ্দিকুর রহমান।
খেলা শেষে জোন পর্যায়ের চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার বনিক, মেট্রো পুলিশের উপ-কমিশনার খায়রুল আলম এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আলমগীর হোসেন আলো সহ জেলা ক্রীড়া সংস্থা সংগঠকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জোন পর্যায়ের চ্যাম্পিয়ন সাতক্ষীরা এরপর চূড়ান্তভাবে জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ জাতীয় ফুটবল চাম্পিয়নশীপে অংশ নেবে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ