পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে কাফ মাসেলে চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ এবং টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ভারতের রোহিত শর্মা। এবার বড় ধাক্কা খেল নিউজিল্যান্ডও। প্রথম দু'টি একদিনের ম্যাচে খেলতে পারবেন না কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের আগে আয়ার্ম আপের সময় ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান কেন উইলিয়ামসন। তাই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ দু'টি ম্যাচেও খেলেননি তিনি। এবার ছিটকে গেলেন একদিনের সিরিজের প্রথম দু'টি ম্যাচ থেকেও।
ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম দুটি ম্যাচে কিউইদের নেতৃত্বে টম ল্যাথাম। এদিকে, উইলিয়ামসনের পরিবর্তে নিউজিল্যান্ডের একদিনের দলে জায়গা পেলেন মার্ক চ্যাপম্যান।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ