রিয়াল মাদ্রিদের ৩১ বছর বয়সী তারকা গ্যারেথ বেল ‘ইলেভেন ই স্পোর্টস’ নামের নতুন অনলাইন ভিত্তিক খেলার অর্গানাইজেশন চালু করতে যাচ্ছেন। তার সঙ্গে এ কার্যক্রমে যুক্ত হয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকান ফুটবলার ল্যারি কোহেন ও উদ্যোক্তা জোনাথন কার্কের ’৩৮ ইন্টারটেনমেন্ট গ্রুপ’।
মূলত, গত কয়েক বছর ধরে ভার্চুয়াল খেলোয়াড়রা বিভিন্ন অনলাইন টুর্নামেন্ট খেলে মোটা অঙ্কের প্রাইজমানি পাচ্ছেন। গত বছর ফোর্টনাইট টুর্নামেন্ট খেলে আমেরিকান টিনেজার কাইল গিয়েরডোর্ফ ৩মিলিয়ন ইউএস ডলার আয় করেন। যা ইউএস মাস্টার্স গলফ বা উইম্বলডন চ্যাম্পিয়নশিপের চেয়েও বেশি।
এ লক্ষ্যে এ ধরনের অনলাইন ভিত্তিক খেলার দল গঠনে আগ্রহী হয়ে উঠেছে বেল এবং তার সহযোগিরা। এ নিয়ে বেল বলেন, ‘ফুটবল এবং অনলাইন গেমের মধ্যে মিল রয়েছে। দুটিতেই শীর্ষে পৌঁছানোর জন্য আপনার অনেক নিবেদন থাকতে হয়। আর ত্যাগ সহ্য করতে হয়। আমরা এক দল প্রতিভাবান বিশ্ব সেরা খেলোয়াড় নিতে চাই। যারা বিভিন্ন গেমে পারদর্শী।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ