টি-টোয়েন্টি সিরিজে ৫-০ ব্যবধানে নিউজিল্যান্ডকে হারালেও ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল টিম ইন্ডিয়া।
নিউজিল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরে তিন ম্যাচের একদিনের সিরিজে ০-১ এ পিছিয়ে পড়ল কোহলির দল। সেই সঙ্গে এদিন স্লো ওভার রেটের জন্য বড় জরিমানা হল কোহলিদের।
আইসিসি'র কোড অফ কনডাক্টের ২.২২ ধারা অনুযায়ী স্লো ওভার রেটের জন্য ভারতীয় দলের ম্যাচ ফি'র ৮০ শতাংশ জরিমানা হল।
নিউ জিল্যান্ড সফরে এই নিয়ে দ্বিতীয়বার স্লো ওভার রেটের জন্য জরিমানা হল টিম ইন্ডিয়ার। এর আগে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে স্লো ওভার রেটের জন্য় ম্যাচ ফি'র ৪০ শতাংশ কাটা যায় ভারতীয় দলের।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ